বরিশালের উজিরপুর উপজেলার মূলপাইন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রইজ বেপারী (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উজিরপুর-ধামুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইজ বেপারী মূলপাইন এলাকার মৃত দিলীপ বেপারীর ছেলে এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রইজ বেপারী রাস্তায় দাড়িয়ে সংলগ্ন ডোবায় মাছ ধরা দেখছিলেন। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল আচমকা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রইজকে মৃত ঘোষণঅ করেন।
উজিরপুর মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘাতক মোটরসাইকেলের চালককে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ