নেত্রকোনা পৌর শহরের রাজুর বাজার এলাকায় দেয়াইল বিলের খাল থেকে জাকির হোসেন (২০) নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসাপাতাল মর্গে পাঠিয়েছে।
জাকির সদর উপজেলার ফরগাতি পঞ্চাননপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে দেয়াইল বিলে মাছ ধরতে গিয়ে এক জেলে খালের মধ্যে পরে থাকা একটি লাশ দেখতে পায়। এরপর এলাকায় লোকজন জানাজানি হলে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, ছেলেটি ট্রাক্টর চালক ছিল।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ