‘সবাই মিলে কাজ করি, অন্ধত্ব প্রতিরোধ করি’ এই স্লোগানে নেত্রকোনায় বিশ্ব দৃষ্টিদিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ডা. কে জামান প্রতিষ্ঠিত চক্ষু হাসপাতালের উদ্যোগে সোমবার জেলা শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান ও বিএনএসবি চক্ষু হাসপাতালের আহ্বায়ক মতিউর রহমান তালুকদার। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদ কোয়ার্টারস্থ নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালে এসে র্যালি শেষ হয়। র্যালিতে মুক্তিযোদ্ধা, ডাক্তার ও ক্যাম্প অর্গানাইজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। পরে অন্ধত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুরাতন কালেক্টরেট উন্মুক্ত প্রাঙ্গণে পথ নাটক অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ