খাগড়াছড়িতে জেএমবি’র ৩ সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেছে খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল। আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইবুন্যাল এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আব্দুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গার শান্তিপুর এলাকা মো. ইউনুছ। এর আগে ২৪ সেপ্টেম্বর একই মামলায় এই তিন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৫ জনকে অস্ত্র আইনে ৭ বছর করে কারাদণ্ড দেয় জেলা ও দায়রা জজ মো. ইনামুল হকের বিশেষ ট্রাইবুন্যাল।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৬/ আফরোজ