নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে ঋতু আক্তার (১৯) নামে এক গৃহবধূর উপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ঋতু আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লক্ষ্মীপুর এলাকার রিপন মিয়ার মেয়ে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হেসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার