কুমিল্লা নগরীর ধর্মসাগর দিঘি থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশ ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার করে।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন আহমেদ জানান, ‘রাতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়, মরদেহটি উদ্ধারের সময় ওই ব্যক্তির পরনে গেঞ্জি ও লুঙ্গি ছিল।’ লাশটি উদ্ধারের পর কোতয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৬/হিমেল