রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সড়িষা ইউনিয়নে জাহাঙ্গীর (৩৫) ও সালমান শাহ (২৪) নামে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে পাংশা থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ওই ইউনিয়নের খামারডাঙ্গী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত জাহাঙ্গীর সড়িষা ইউনিয়নের কুটি মালিয়াট এলাকার আকাইয়ের ছেলে এবং ডাকাত সালমান শাহ একই এলাকার বাসিন্দা।
পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাংশা থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৬/হিমেল