নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগ নেতা তাবেকুর রহমান স্বপন হত্যা মামলার অন্যতম আসামী রবিনকে শনিবার সকালে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বপনকে (২৩) গত বছরের ২৫ অক্টোবর সকালে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করে একদল যুবক। এর মধ্যে রবিনও ছিলেন।
এ হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন রবিন আত্মগোপনে ছিল। শুক্রবার রাতে পৌরসভার রবিন গ্রামের বাড়ীতে আসেন। খবর পেয়ে এলাকাবাসী শনিবার সকালে রবিনকে গনপিটুনি দেয়। গুরতর অসুস্থ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
চাটখিল থানার ওসি নাছিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/ফারজানা