টেকনাফে পৃথক অভিযানে ৮৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
২ বিজিবির অধিনায়ক আবু জার আল জাহিদ জানান, শুক্রবার রাতে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধীনস্থ টেকনাফ সদর বিওপির নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর আলুগোলা প্রজেক্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, মিয়ানমার মংডু সুদারপাড়া এলাকার হাফিজুরের ছেলে মোঃ রহমত উল্লাহ ও মংডু কাউয়ারবিল এলাকার মোঃ জাহিদুলের ছেলে মোঃ নুরুল আমিন বলে জানায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদেরকে থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকারী বিজিবি কর্মকর্তা।
এছাড়া একই রাতে একই বিওপির নেতৃত্বে অপর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদী সংলগ্ন ১নং সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ টাকা বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা সমূহ বিজিবি ব্যাটলিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৬/হিমেল