ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে পাচারের সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৩০ বস্তা চাল আটক করেছে ফুলপুর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার রূপসী ইউনিয়ন থেকে এ চাল আটক করা হয়।
ফুলপুর থানার ওসি আলী আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ঘোমগাঁও চৌরাস্তায় রূপসী ইউনিয়ন পরিষদ থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল ট্রলিতে ভরে পাচার হওয়ার খবর পান মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন ও মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী।
পরে স্থানীয় জনতার সহযোগিতায় ট্রলি ও ড্রাইভার মজিদুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন তারা।
স্থানীয় চৌকিদার শাহেদ আলী জানান, এর আগে চালভর্তি আরও দুটি ট্রলি পাচার করা হয়।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/ফারজানা