আশুলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদের অংশিক ধসে পড়ে রাজ মিস্ত্রিসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার সকালে আশুলিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সকালে আশুলিয়ার দক্ষিণপাড়া এলাকায় ব্যবসায়ী কামাল মিয়ার চার তলা বাড়ির ছাদে কাজ করছিলেন কয়েকজন রাজ মিস্ত্রি। নিম্ন মানের ইট বালি ও সিমেন্ট দিয়ে ছাদে কাজ করায় হঠাৎ করে ছাদের এক অংশ ধসে মোশারফ নামের একটি ব্যক্তির টিনসেড বাড়ির উপর পড়ে।
এসময় রাজ মিস্ত্রি ও পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাব-উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৬/হিমেল