রাজশাহীর পবায় ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে প্রশাসন। এ সময় ৮ কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। এছাড়া চারঘাটে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত আলাদা অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা জানান, উপজেলা মৎস্য অধিদফতর ও বিজিবির সহায়তায় পবায় পদ্মা নদীতে অভিযান চালানো। এ সময় প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সেগুলো ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট সমর কুমার পাল জালগুলো আগুনে পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।
চারঘাটে মা ইলিশ বিক্রির অপরাধে শামসুল হক নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুস সামাদ এ আদেশ দেন। শামসুল হক উপজেলার গোপালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
শনিবার উপজেলার বামনদীঘি বাজার থেকে শামসুলকে ৬০ কেজি মা ইলিশসহ আটক করেন স্থানীয় মৎস্য কর্মকর্তা আবদুল খালেক। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা মা ইলিশগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ