বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাক দিয়ে বেরিকেড সৃষ্টি করে গরু বোঝাই ট্রাক লুটে নিয়েছে সশস্ত্র ডাকাতদল। লুণ্ঠিত গরুর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ১২লাখ টাকা। ডাকাতদলের মারপিটে গরু বেপারী, ট্রাকের চালক, হেলপারসহ ৫জন আহত হয়েছেন। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাত অনুমান দেড়টার দিকে শেরপুর উপজেলার ঘোগা হাটখোলা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
গরু বেপারী কুষ্টিয়ার মিরপুর এলাকার বাসিন্দা শান্ত মিয়া ও শরীফ মিয়া জানান, দিনাজপুরের রামবাড়ী হাট থেকে শুক্রবার তারা প্রায় সাড়ে ১২লাখ টাকা দিয়ে ২৫টি গরু ক্রয় করেন। এরপর ওইদিন সন্ধ্যা রাত ৮টার দিকে গরুগুলো ট্রাকে ভরে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাত অনুমান দেড়টার দিকে মহাসড়কের উক্ত স্থানে গরু বোঝাই ট্রাকটি পৌঁছালে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাতদল অপর একটি খালি ট্রাক মহাসড়কে আড়াআড়িভাবে দিয়ে বেরিকেড সৃষ্টি করে। এ অবস্থায় চালক ট্রাকটি থামাতে বাধ্য হন। পরে ডাকাত সদস্যরা গরুর দুই ব্যাপারী, ট্রাকের চালক দিনাজপুর সদর উপজেলার ফকিরপাড়ার মোমিনুল ইসলাম, হেলপার একই এলাকার জনি, গরুর রাখাল কুষ্টিয়ার দৌলতপুরের এলাহী সর্দারকে ট্রাক থেকে নামিয়ে আনে। এসময় ডাকাত সদস্যরা দু’দলে বিভক্ত হয়। একদল তাদের মহাসড়কের পাশে একটি ফসলী ক্ষেতে নিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করে। আরেকদল ডাকাত গরু বোঝাই ট্রাক লুটে নিয়ে চলে যায়। গতকাল শনিবার সকালে তারা স্থানীয়দের সহায়তায় মুক্ত হয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক বুলবুল ইসলাম জানান, "এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ট্রাকটি উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে জোর চেষ্টা চলছে।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান জানান, "গরু লুটের ঘটনায় ট্রাকটি ঢাকায় পাওয়া গেছে। এ ঘটনায় কোন গরু উদ্ধার করা যায়নি। অপরাধীদের গ্রেফতারের অভিযান চলছে।"
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/তাফসীর