রাজশাহীর মোহনপুরে জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের মারপিটে শাকিল আহমেদ (১৮) নামেএক কলেজছাত্র খুন হয়েছেন। শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় শাকিল গুরুতর আহত হলে ওইদিন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার সকাল ১১টার দিকে তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত শাকিল রাজশাহী সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র এবং মোহনপুর উপজেলার ধুরইল হাটপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।
এদিকে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার দুপুরে স্থানীয়রা আতাউর রহমান নামের এক ব্যক্তিকে ধরে পুলিশের সোপর্দ করেছে।
পুলিশ জানায়, মোহনপুরের ধুরইল গ্রামের মজিবুর রহমানের সঙ্গে প্রতিপক্ষ একই গ্রামের আতাউর রহমান, জাফর আলী ও আমিনুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ছয়টার দিকে প্রতিপক্ষের লোকজন মজিবুর রহমানের ছেলে কলেজ পড়ুয়া শাকিল আহমেদের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হলে পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হসাপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এরই মধ্যে শনিবার সকাল ১১টার দিকে শাকিল মারা যান।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাসুদ পারভেজ জানান, কলেজছাত্র শাকিল আহমেদ হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ