বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মোতাবেক আজ দুপুরে শহরের নবাববাড়ি রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, লাভলী রহমান প্রমুখ। সমাবেশের আগে দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে সমবেত হন।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ