নীলফামারীতে ১১৭টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে জেলা সদরের টুপামারী ইউনিয়নের বনবিভাগ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- ওই এলাকার জমির উদ্দিনের ছেলে সুমন ইসলাম (২৮) ও সৈয়দপুর উপজেলার লক্ষণপাড়া মাঝাপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৭)।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আব্দুস সোবহানের নেতৃত্বে সুমনের বাড়িতে অভিযান চালিয়ে ১১৭ টি ইয়াবা বড়িসহ তাদের গ্রেফতার করা হয়। তারা দু'জনই চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে ওসি (ডিবি) শাহজাহান পাশা জানান, আটকের ঘটনায় মাদক আইনে মামলা শেষে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ