বগুড়ার নন্দীগ্রাম থেকে খোরশেদ আলম (৩২) নামে এক সেলুন মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর-নাগরকান্দি সড়কের ধুলির ব্রীজের পাশের একটি বট গাছের নিচে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর বাজারে খোরশেদ আলমের সেলুনের দোকান ছিল। প্রতিদিনের ন্যায় গত শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বের হয়। পরে রাতে সেলুন মালিক বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরদিন ধুলির ব্রীজের পাশে লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান, ওসি আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে একটি লাইট ও দুইজোড়া জুতো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ