হাজারো দর্শনার্থীর পদচারণায় জমে উঠেছে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ কালকিনির গোপালপুর ঐতিহ্যবাহী কুণ্ডবাড়ির মেলা। কালিপূজা উপলক্ষে গতকাল শুক্রবার শুরু হয়েছে এ মেলা। চলবে ১ নভেম্বর পর্যন্ত। মেলায় বাঁশ-বেত-কাঠ থেকে শুরু করে লোহা ও পিতলের তৈরি তৈজসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। আর কম টাকায় মনের মত জিনিস কিনে খুশি মনে বাড়ি ফিরছে মেলায় আগতরা।
মেলা উদযাপন কমিটির স্বপন কুণ্ড, সুশান্ত কুণ্ড, সমীর কুণ্ড বলেন, ‘২শ’ বছর ধরে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটি দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ মেলা। যেখানে সারা বাংলাদেশ থেকে জিনিসপত্র নিয়ে দোকানিরা আসেন। আর কম টাকায় পছন্দের মালামাল কেনা যায় বলেও দর্শনার্থী ক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। কাগজে-কলমে ৫ দিনব্যাপী মেলার কার্যক্রম থাকলেও এর রেশ থাকে ১৫ দিন পর্যন্ত।’
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ