নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরোজ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে দেড় বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ মিয়া উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার সাইজদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, ফিরোজ মিয়া নিজ এলাকাসহ আশ-পাশের এলাকায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিলো। দুপুরে ৩০ টি ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়। পরে বিকেলে ফিরোজ মিয়াকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হয়। এতে ফিরোজ মিয়াকে দেড় বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
দণ্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ