হতভাগী এ মায়ের নাম ছাহেরা বেগম। বয়স আনুমানিক ৬০ বছর। কিছুটা অপ্রকৃতস্থ প্রকৃতির আচরণ তার মধ্যে। প্রায় চার মাস পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর মাদ্রাসা সংলগ্ন বাজারে অবস্থান করছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, অন্যের দেয়া সহায়তায় তার চলে নিত্যদিনের খাবার। প্রায় সময় মাদ্রাসার বারান্দায় কিংবা কোন দোকানের পাশে অবস্থান করেন। রাত-দিন চলছে বিনা গোসলে। সে অল্প অল্প কথা বলেন। স্থানীয়দের ভাষ্যমতে তার নাম ছাহেরা। স্বামীর নাম মৃত নূর মোহাম্মদ। গ্রাম বাজিবারে কুন্ড। পোস্ট-হরাইল্লা। ইউনিয়ন মাধুরপান্ডা। চেয়ারম্যানের নাম নজির মৃধা। এসব ঠিকানা সঠিক কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।
এ মানুষটি নীরবে কাটান সবসময়। তার খোঁজ নেয়ার জন্য মোস্তফাপুর ফার্মেসীর মালিক কেএম সালেকের সঙ্গে অনুরোধ করা হয়েছে। মোবাইল নম্বর-০১৭৪০৮৫৩০৩৪। মানবাধিকার কর্মী সালেক জানান, যখন খাবার প্রয়োজন হয় তারা দেন। যখন নীরবে থাকে তখন মনে মনে খুঁজে বেড়ান স্বজনদের।
বিডি-প্রতিদিন/এস আহমেদ