বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধান অতিথি করে ১৯ নভেম্বর নোয়াখালী জিলাস্কুল মাঠে জনসভা করবে জেলা আওয়ামী লীগ।
এ জনসভাকে ঘিরে গত কয়েকদিন থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। তিনি দলীয় সকল নেতা কর্মীসহ সর্ব সাধারণের ব্যাপক উপস্থিতির জন্য দলীয় নেতা কর্মীদের নিয়ে সভা সমাবেশ ও মিটিং করছেন।
জেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত ওই জনসভায় তিন লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি চলছে বলে জানান এমপি একরামুল করিম চৌধুরী।
এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী এই তথ্য জানান। সংবর্ধনা অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকলকে অংশ নেবার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামছুদ্দিন জেহান, আব্দুল মমিন বিএসসি, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ঠ শিল্পপতি মাহমুদুর রহমান জাবেদ, আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।