মানিকগঞ্জে পুলিশ মারধরের ঘটনায় আতোয়ার হোসেন (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে রামচন্দ্রপুর গ্রামের হাশেম আলীর ছেলে।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরণ গ্রামে অভিযোগের তদন্ত করতে গেলে মারধরের শিকার হন থানার এস আই মো. জামাল হোসেন। সোমবার বিকাল চারটার সময় চকহরিচরণ দক্ষিন পাড়া কাঠের ব্রীজের কাছে এ মারধরের ঘটনাটি ঘটে। আহত এসআই জামাল হোসেন মানিকগঞ্জ ২৫০শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন।
মারধরের বিষয়ে হাসপাতাল থেকে আহত জামাল হোসেন জানান, ওসির নির্দেশে নবীরন নামে এক নারীর অভিযোগের তদন্তে যাই। এ খবর শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম সফিকুল ইসলাম তার দলবল নিয়ে আমার উপর ঝাপিয়ে পড়ে মারধর করে। আমি ৮জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছি।
এ বিষয়ে সফিকুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, পুলিশ মারধরের ঘটনায় আতোয়ার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সফিকুলসহ সকলের ফোন বন্ধ রয়েছে। বাকিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ