গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মিল গেট এলাকায় বুধবার ভোররাতে একটি লেগুনা গাড়ি থেকে ১১শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ও আমতলী কেরানীরটেক থেকে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন- শহিদুল ইসলাম (৪৬), নুরুল ইসলাম (৩২) ও সেহেরজান (৪৫)।
পুলিশ জানায়, ভোররাত তিনটার দিকে একটি কাভার্ডভ্যান আনলোড করে অপর একটি লেগুনা গাড়িযোগে ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় টঙ্গী থানা পুলিশ। এসময় শহিদুল ইসলাম ও নুরুল ইসলামকে আটক করা হয়। পরে পুলিশ সদস্যরা লেগুনা গাড়িতে (নং-ন-১১-৭৪১৫) তলাশি চালিয়ে ৪টি বস্তায় রাখা ১১শ’ বোতল ফেনসিডিলসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। এদিকে এদিন সকালে আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিকালে সেহেরজান (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে টঙ্গী মডেল থানা পুলিশে সোপর্দ করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
ওসি ফিরোজ তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ