নবীনবরণ অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডলের উপর হামলা এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষ ভাঙচুর করেছে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। বুধবার দুপুরে ওই হামলার পর অধ্যক্ষ দ্রুত শিক্ষক মিলনায়তনে আশ্রয় নেন। কলেজের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ ঘটনায় শিক্ষকরা প্রায় এক ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন। এরই মধ্যে কয়েকদফা শিক্ষক মিলনায়তনে হামলার চেষ্টা করে ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় পুলিশ বাঁধা দিলে তাদের সাথে নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র জানান, অনুষ্ঠানে ছাত্রলীগের ছেলেদের দাওয়াত না দেয়ার কারনে তারা হামলা চালিয়েছে।
মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক জানান, মাদারীপুরে জেলা ছাত্রলীগের কোন পূর্ণাঙ্গ কমিটি নেই। হামলার বিষয়টি আমি জানি না। বহিরাগতরা হয়তো হামলা করতে পারে। যার সাথে ছাত্রলীগের কোন যোগসূত্র নেই।
সরকারি নাজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হিতেন চন্দ্র মন্ডল জানান, বুধবার কলেজের গণিত ও পদার্থবিদ্যা বিভাগের পক্ষ থেকে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এটি কলেজের সার্বিক অনুষ্ঠান না হওয়ায় তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। কিন্তু ছাত্রনেতারা হঠাৎ করে তার কক্ষে হামলা ও ভাঙচুর করলে তিনি শিক্ষক মিলনায়তনে গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ