বাগেরহাটের মোল্লাহাটের বুধবার বিকালে জেএসসি পরীক্ষায় বহিষ্কৃত ছাত্রের হামলায় ধনঞ্জয় মন্ডল নামে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষকে মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরকুলিয়া পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে বিকালে বাড়ি ফেরার পথে জেএসসি পরীক্ষায় বহিষ্কৃত ছাত্র হাফিজুর রহমান হাসিব শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালায়। আহত ধনঞ্জয় মন্ডল নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার হাই স্কুলের গণিতের শিক্ষক। এঘটনায় জেএসসি পরীক্ষায় বহিষ্কৃত ছাত্র হাফিজকে প্রধান আসামী করে মোল্লাহাট থানায় একটি মামলা হয়েছে।
নাশুখালী সোশ্যালওয়েল ফেয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আ: সবুর সিকদার ও প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডল জানান, গত ৩ নভেম্বর জেএসসি ইংরেজী পরীক্ষা চলাকালে চরকুলিয়া কেন্দ্রে ডিউটিরত ছিলেন শিক্ষক ধনঞ্জয় মন্ডল। তখন হাফিজ নামে এক ছাত্র মোবাইল নিয়ে প্রশ্নপত্রের ভিডিও করতে থাকে। এসময় কর্তব্যরত শিক্ষক ধনঞ্জয় মন্ডল হাফিজকে বহিষ্কার করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র চলে যায় এবং বুধবার দুপুরে পরীক্ষা শেষে ওই কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে হাফিজুর দলবল নিয়ে শিক্ষক ধনঞ্জয় মন্ডলের ওপর হামলা চালিয়ে তাকে আহত করে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম জানান, এঘটনায় জাফিজকে প্রধান আসামী করে থানায় মামলা হয়েছে। আসামিদের আটকের পুলিশের অভিযান চলছে।