বাগেরহাটে বারো বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে বাগেরহাট মডেল থানায় শিশুটির মা বাদি হয়ে 'ধর্ষক' লিটন মোল্লাকে (৪০) আসামি করে এই মামলা দায়ের করেন। বুধবার বাগেরহাট সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে। লিটন মোল্লাকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে বাগেরহাট সদর উপজেলার কোন্ডালা গ্রামের সাব্দুল মোল্লার ছেলে লিটন মোল্লার বাড়ির বাথরুমে পাশের বাড়ির প্রতিবন্ধী শিশুটি যায়। এ সময় লিটন মোল্লা তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে ধর্ষকের পক্ষ থেকে ধর্ষণের শিকার শিশুটির পরিবারকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। অবশেষে মঙ্গলবার রাতে শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজেত বলেন, ধর্ষণের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। আসামিকে আটকের জোর চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ