বরিশালের হিজলা উপজেলার রঙ্গা এলাকার মকবুল আহমেদ সরদারকে শাবলের আঘাতে হত্যার দায়ে পুত্র মাইনুদ্দিন সরদারকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের দন্ডাদেশ দেয়া হয়েছে। বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রকিবুল ইসলাম বুধবার বিকেলে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৪ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মকবুলের সাথে তার ছেলে মাইনুদ্দিনের বাকবিতন্ডা হয়। এর জের ধরে এক পর্যায়ে মাইনুদ্দিন শাবল দিয়ে তার পিতার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মকবুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের অপর ছেলে ইউনুস সরদার বাদি হয়ে মাইনুদ্দিনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২৯ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা হিজলা থানার এসআই বজলুর রশিদ তালুকদার মাইনুদ্দিনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত ১১ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ দণ্ডাদেশ দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ