কক্সবাজার শহরের কলাতলী পুলিশ লাইন এলাকায় বাসচাপায় আশিকা বেগম (১০) নামের এক ছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশিকার বাড়ি পুলিশ লাইন এলাকায়। তার বাবার নাম রশিদ আহমদ।
এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ছাত্রী, রুমি (৯) ও উর্মি (৫)। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানান, সকালে মক্তব্যে পড়ে বাড়ি ফিরছিলেন ওই তিন ছাত্রী। এসময় উত্তর দিক থেকে আসা ওই বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশিকার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মো. আসলাম হোসেন জানান, ঘাতক বাসটি আটক করে পুলিশ লাইনের হেফাজতে রাখা হয়েছে। চালক-হেলপার পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা