টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকাল থেকেই মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে তার মুরিদান, ভক্ত ও অনুসারীসহ হাজার হাজার মানুষের ঢল নামে। দেশের দূর-দূরান্ত থেকে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা ভালবাসা জানাতে ছুটে আসেন তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর ভাসানীর পরিবারবর্গের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাব, আলেমা খাতুন ভাসানী হল, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল, খোদাই খেদমতগার, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ ভাসানী, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পাটি, কৃষক শ্রমিক জনতা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ভাসানীর মাজার প্রাঙ্গনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা। এছাড়াও আলোচনা সভা করার কথা রয়েছে জেলা বিএনপির ও কৃষক শ্রমিক জনতা লীগের।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব