সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই এলাকার আলী আকবরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, সকালে নিজ ঘরে ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৩