গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির, ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ, লুটপাট ও হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বগুড়া জেলা শাখা শহরের সাতমাথায় এই কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রাধা রাণী বর্মন, সাইফুল ইসলাম পল্টু, সাইফুজ্জামান টুটুল, দিলরুবা নূরী, মাসুদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তরা ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরসহ সারাদেশে হিন্দু, সাঁওতাল সম্প্রদায়ের উপর নির্যতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব