মোটরসাইকেলের চাকায় শাড়ি জড়িয়ে মেহের নিগার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিরলের খোসালডাঙ্গীর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মেহের নিগার দিনাজপুরে বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের মো. মনসুর আলী স্ত্রী।
নিহতের ভাবী সকিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে মেহের নিগার তার ছেলে মো. রানার সাথে মোটরসাইকেলে পার্শ্ববর্তী গ্রাম মাছুয়া পাড়ায় কবিরাজের বাড়িতে জন্ডিস রোগের ঔষধ নিতে যান। ফেরার সময় পথে খোসালডাঙ্গীর মোড় নামক স্থানে মোটরসাইকেলের চাকায় শাড়ি জড়িয়ে যায়। এতে মেহের নিগার ছিটকে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
বিরল থানার ওসি মো. আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০২