নেত্রকোনার মোহনগঞ্জে যাত্রী কর্তৃক স্টেশন মাস্টার গোলাম রব্বানীকে লাঞ্ছিত করার প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে রেলওয়ে সর্বদলীয় সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বিক্ষোভে বৃহত্তর ময়মনসিংহসহ বিভিন্ন জেলা ও থানার সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সংসদ রেলওয়ে থানা কমান্ডের মুক্তিযোদ্ধারাও অংশ নেন। পরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
ময়মনসিংহ রেলওয়ে সর্বদলীয় সমন্বয় পরিষদের প্রধান মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম আজাদ জানান, ৮ নভেম্বর মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে টিকিট চেক করেন টিকিট মাস্টার। এসময় বিনা টিকিটের যাত্রী এ্যাডভোকেট শামছুদ্দিনের সঙ্গে স্টেশন মাস্টারের বাগবিতন্ডা হয়। বিনা টিকিটের অন্যান্য যাত্রীরা পরে টিকিট কাটলেও শামছুদ্দিন তা করেননি। উল্টো তিনি স্টেশন মাস্টারের উপর অতর্কিতভাবে হামলা করে কাজে বাধা সৃষ্টি করেছেন।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এন ভট্টাচার্য্য, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, স্টেশন কর্মচারী ইউনিয়ন ময়মনসিংহ বিভাগীয় শাখার আহ্বায়ক ও ময়মনসিংহ রেল স্টেশন মাস্টার মো. কামাল আহমেদ, রেলওয়ে প্রাতিষ্ঠানিক মুক্তিযোদ্ধা সংসদ থানা কমান্ডার মোজাম্মেল হক ও মোহনগঞ্জ স্টেশন মাস্টার গোলাম রব্বানী।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা