নড়াইলের লোহাগড়া উপজেলায় মামুন মোল্লা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। মামুন উপজেলার দেবী গ্রামের ইকবাল মোল্লার ছেলে।
বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার ( ১৪ নভেম্বর) দুপুরে মামুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে দেবি গ্রামে বিলের মধ্যে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা খুন করে এখানে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ