মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর দক্ষিণ হাটি এলাকায় এমদাদুল হক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রাজানগর দক্ষিণ হাটি এলাকার আজিজুলের ছেলে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এমদাদুল কিছুটা ঋণগ্রস্ত ছিলেন। সপ্তাহখানেক আগে তার স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যান। সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ