জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার থেকেও শেখ হাসিনার সরকার এগিয়ে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, বেগম জিয়া জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গি দমনে এগিয়ে যেতে পারতাম। তারা জঙ্গি দমনের যুদ্ধে না থেকে জঙ্গিদের পক্ষেই আছেন। তবে জঙ্গি কর্মকাণ্ডে এবং এর পেছনে যারা আছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সম্পর্কে ইনু বলেন, বিএনপির নেতৃবৃন্দকে স্বীকার করে নেওয়া উচিত যে তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা জঙ্গিসঙ্গ ত্যাগ করেনি।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব