গাজার শাসনকাজ পরিচালনার জন্য একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে একথা জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, তারা একটি সমন্বিত যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত। এ যুদ্ধবিরতির মাধ্যমে সব ইসরায়েলি বন্দি মুক্তি পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, গত ১৮ আগস্ট মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবে রাজি হামাস। তারা এখনো এ বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। তবে হামাসের এ বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। নেতানিয়াহুর কার্যালয় বলছে, তাদের দেওয়া শর্ত মেনে নিলে যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে। হামাস জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েলি কারাগারে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে হবে। আনাদোলু এজেন্সি