দুই বন্ধুর ঝগড়া থামাতে গিয়ে খুন হয়েছেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ মামুন এবং হেলাল নামে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ নন্দিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ওসি বেলাল জাহাঙ্গীর বলেন, শনিবার রাতে পাওনা টাকা নিয়ে হেলাল ও সালাউদ্দিনের সাথে বাকবিতান্ড হয়। তাদের ঝাগড়া থামাতে আসেন জাহাঙ্গীর। এসময় এক পক্ষের ছুরিকাঘাতে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে মামুন ও হেলাল নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।