ফেনীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজু (১৯) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ফেনী শহরের বারাহীপুরে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামে। সে দিন মজুরের কাজ ও রাতে অটোরিকশা চালাতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী জানান, রাত ১২টার দিকে বারাহীপুর রেলক্রসিং এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরকাঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। পরে কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের বুক পেট ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব