মেহেরপুরে মুক্তিযোদ্ধা তালিকা থেকে রাজাকার ও ভুয়া মুক্তিযোদ্ধাদের বাতিলের দাবি জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কামন্ডার বশির আহমেদ। রবিবার দুপুরে মেহেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বশির আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান আর রাজাকার দেশের বে-ঈমান হিসাবে চিহিৃত করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য মেহেরপুরের অনেক চিহিৃত রাজাকার এখন মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান করে মুক্তিযোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করছে। এছাড়াও মেহেরপুরে অনেক মার্কেট ও সড়ক রাজাকারদের নামে দেওয়া আছে। তিনি এসকল রাজাকার ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিল ও সকল স্থাপনা থেকে রাজাকারদের নাম পরির্বতনের দাবি করেন।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। তবে সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বশির আহমেদের সাথে কোনো মুক্তিযোদ্ধা বা সংসদের কেউ অংশ নেননি।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব