নেত্রকোনার দুর্গাপুরে পালিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি।
এ উপলক্ষে জেলার দুর্গাপুর উপজেলার সবচেয়ে বড় ক্যাথলিক গীর্জা রানীখং মিশনে দেখা গেছে উৎসবের আমেজ। আর এ দিন উপভোগ করতে সকল ধর্মের নানা বয়সের মানুষের পদচারণায় মুখরিত ছিল মিশন চত্তর। দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে মুখরিত হয়ে উঠে দূর্গাপুরের বিরিশিরিসহ রানীখং মিশন।
রবিবার সকালে দূর্গাপুর উপজেলার বিরিশিরিতে যিহোবা শালোম ইভানজেলিক্যাল হলিনেস চার্চে প্রার্থনার মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এ সময় চার্চের ফাদার পিযুষ বাউল প্রার্থনা করান।
অন্যদিকে দূর্গাপুর উপজেলার সবচেয়ে বড় এবং নান্দনিক ক্যাথলিক গীর্জায় যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ঈশ্বরের কাছে দেশ ও দেশের সকল জাতির শান্তি কামনায় প্রর্থানা করা হয়। এ সময় ইতালিয়ান ফাদার জোয়া সকল ভক্তবৃন্দের প্রার্থনা পাঠ করান।
এছাড়াও উপজেলার বিজয়পুর, ফারাংপাড়া, লক্ষীপুর বারোমারিসহ ছোট বড়, ব্যাক্তিগত প্রায় অর্ধশত গীর্জায় এ উৎসব পালিত হয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষে কঠোর নিরাপতত্তার ব্যবস্থা রয়েছে বলে জানান, দুর্গাপুর থানার ওসি খান হুমায়ূন কবীর।