টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও জাতীয় পার্টির দেড় শতাধিক নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ লিটনের নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপির গলায় ফুলের মালা পড়িয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি খালেক কবীর, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ছায়েম বোখারী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি পাষান, ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. বুলবুল আহমেদ রনিসহ দেড় শতাধিক বিএনপি ও জাতীয় পাার্টির কর্মী সমর্থক আওয়ামী লীগে যোগদান করেন।
আলহাজ একাব্বর হোসেন এমপির বাস ভবনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও হংকং শাখা আওয়ামী লীগ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবুল কালাম আজাদ লিটন, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ছাদু, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম প্রমুখ।
যোগদানকারীরা নেতাকর্মী ও সমর্থকরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, মো. একাব্বর হোসেন এমপির উন্নয়ন কর্মকাণ্ড এবং সর্বশেষ আলহাজ আবুল কালাম আজাদ লিটনের হাতকে শক্তিশালী করতে তারা আওয়ামী লীগে যোগদান করেছেন। তারা আরও জানান, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার দরকার সেই উপলব্দি থেকেই তারা আওয়ামী লীগে যোগদান করছেন।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব