যশোরে ট্রাকের ধাক্কায় তানভীর আহমেদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ঢাবির আরেক শিক্ষার্থী রেজওয়ান হোসেন।
রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর আহমেদ গাজীপুরের টঙ্গীর জাফর আহমেদের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র। আহত রেজওয়ান হোসেন যশোর শহরের বারান্দীপাড়া এলাকার শেখ ইনসার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী তানভীরের বন্ধু শামীম হোসেন জানান, রেজওয়ানের সঙ্গে বৃহস্পতিবার যশোরে বেড়াতে আসে তানভীর। রবিবার সকালে তারা দু'জন মোটরসাইকেলযোগে কুষ্টিয়ায় তার (শামীম) বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে যশোর সদরের সাতমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তানভীর ও রেজওয়ান যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মারা যায়।
যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব