শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন। স্ব-স্ব প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। জেলা শহরের সর্বত্র প্রধান সড়কের দুই পাশে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী না দেয়ায় চেয়ারম্যান পদে আ'লীগ সমর্থিত প্রার্থীর লড়াই হবে দুই বিদ্রোহী প্রাথীর সঙ্গে। এছাড়া মাঠে তৎপর রয়েছেন জাপা (মঞ্জু) প্রার্থীও।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এবিএম জাফর উল্যাহ, বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মন্টু, আওয়ামী লীগের জেলা সদস্য ডা. একেএম জাফর উল্যাহ ও জাপা (মঞ্জু) সমর্থিত মীর মোশারফ হোসেন মিরন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৮ ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছেন চেয়ারম্যান এমন আগ্রহে সময় পার করছেন জেলাবাসী। তবে, ভোটাররা তাদের মূল্যবান ভোট যোগ্য প্রার্থীকে প্রদান করে এ জেলার উন্নয়নে এগিয়ে আসবেন- এমন প্রত্যাশা জেলাবাসীর।
বিডি-প্রতিদিন/এস আহমেদ