লক্ষ্মীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের দুই নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম নিশাদ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর পৌর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী মো. বাঁধন এবং লক্ষ্মীপুর কমার্স কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন পিয়াস।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে জানান, বাঁধন ও পিয়াস দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এতে ছাত্রলীগের ভাবমূর্তির ওপর প্রভাব পড়ায় সাংগঠনিকভাবে তাদেরকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবার লক্ষ্মীপুর সরকারি কলেজে রোভার স্কাউট ক্যাম্পে হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনায় ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত এ দুই নেতা জড়িত ছিল বলে হামলার শিকার রোভার স্কাউটের প্রশিক্ষণার্থীরা অভিযোগ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ