হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে মহিউদ্দিন রেজা ওরফে মাহি রহমান (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজার জেলার কলাতলি গ্রামের আব্দুর রহমানের ছেলে ও ঢাকা ন্যাশনাল পলিট্যাকনিক্যাল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। বন্ধুর সঙ্গে হবিগঞ্জে বেড়াতে গিয়েছিলেন মাহি।
রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বাণেশ্বর গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান রানা মাহিসহ তার চার বন্ধুকে নিয়ে ঢাকা থেকে মাধবপুরে বেড়াতে আসেন। বিকেলে তারা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে গোসল করতে যায়। এসময় মাহি পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মাহির মরদেহ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন জানান, মাহির মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। কক্সবাজারে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ