সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্বামীসহ জেলা পরিষদের সংরক্ষিত ৫নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদ প্রার্থী শাকিলা ইসলাম জুঁই গুরুতর আহত হয়েছেন। শাকিলা নিউজ টুয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি ও তার স্বামী মনিরুল ইসলাম মনি চ্যানেল টুয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি।
রবিবার (২৫ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।
নিউজ টুয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি শাকিলা ইসলাম জুঁই আগামী ২৮ তারিখে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে তালা উপজেলা ও আশাশুনি উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সংরক্ষিত ৫নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদ প্রার্থী ।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক দম্পতি জানান, আশাশুনি ও তালা উপজেলার কয়েকটি এলাকায় গণসংযোগ করে খলিষখালি ইউনিয়ন হয়ে সাতক্ষীরায় ফেরার পথে ভোর ৪টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সুস্থতার জন্য তারা সম্মানিত ভোটারসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ছুটে আসেন তালা ও আশাশুনি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান, মেম্বার, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, সুভাষ চৌধুরিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বজনরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ