চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড় ভাইকে মারধরের সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ত্রিমোহনী বাজার এলাকায়।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলের সমর্থকরা নয়াদিয়াড়ী ত্রিমোহনী বাজার এলাকার আয়েশ উদ্দিন মন্ডলের ছেলে গুলজারকে (৪৫) মারধর করে। এ সংবাদ শুনে তার ছোট ভাই কামাল (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে এ ঘটনায় আহত গুলজারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল জানান, সন্ধ্যায় তার কিছু সমর্থকের সঙ্গে গুলজারের কথা কাটাকাটি হয়। এ সংবাদ শুনে আতংকিত হয়ে ছোট ভাই কামাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি শেখ শাহিন কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ