দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা, ৯৭ পিস ইয়াবা ও ৩১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে ১০টি মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার