পরিবহন শ্রমিকদের কর্মবিরতির মধ্যেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পণ্য আমদানি স্বাভাবিক আছে। যথারীতি সকাল সাড়ে ১০টার পর থেকেই ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক আসা শুরু হয়েছে বন্দরে। ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করে বাংলাদেশি ট্রাকে লোড করার কাজও চলছে।
কিন্তু পণ্য পরিবহন করা যাবে কিনা এ নিয়ে কিছু বলতে পারেননি শ্রমিকরা। সাধারণত এ বন্দর থেকে রাতে ছেড়ে যায় পণ্যবাহী ট্রাক। পরিবহন করতে না পারলে বন্দরে পণ্য জটের সৃষ্টির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীন রুটে কিছু যানবাহন চললেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার